পাকিস্তানের প্রখ্যাত আলেম ও দাঈ মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিলের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) তার পৈতৃক শহর তালামবাতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফন করা হয়। মাওলানা তারিক জামিল নিজেই তার ছেলের জানাযার নামাজের ইমামতি এবং দাফন সম্মন্ন করেন।
গত রোববার (২৯ অক্টোবর) তার মৃত্যুর খবর জানা যায়। আসিম জামিল নিরাপত্তাকর্মীর বন্ধুক দিয়ে নিজেই নিজের বুকে গুলি চালিয়েছিলেন।
মুলতানের আঞ্চলিক পুলিশ অফিসার (আরপিও) ক্যাপ্টেন (অব:) সোহেল চৌধুরী জানান, তারা একটি সিসিটিভির ফুটেজ দেখেছেন। এতে দেখা গেছে, আসিম জামিল নিরাপত্তাকর্মীর বন্ধুক দিয়ে নিজেই নিজের বুকে গুলি চালিয়েছিলেন।
মাওলানা তারিক জামিলের বড় ছেলে ও আসিম জামিলের বড় ভাই ইউসুফ জামিল বলেছেন, ছোট বেলা থেকেই আসিম জামিল হতাশায় ভুগতেন। গত ছয় মাসে এর পরিমাণ বেড়ে যায়। এ জন্য তিনি ইলেকট্রোকনভালসিভ থেরাপি (ইসিটি) নিচ্ছিলেন।
তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত কয়েক বছর ধরে আসিম ওষুধ গ্রহণ করছিলেন।
ছেলের মৃত্যুতে বেদনা ভরা কণ্ঠে জানাজার নামাজের আগ মুহূর্তে মাওলানা তারিক জামিল বলেন, তরুণ ছেলে হারানোর বেদনা শুধু কাছের লোকেরাই বুঝতে পারে। আমাদের এই ক্ষত দ্রুত সারবে না।
Leave a Reply