রাশিয়ার দাগেস্তানে বিমানবন্দরে ঢুকে ইসরায়েল থেকে ইহুদিদের নিয়ে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটায় ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় অন্তত ৬০ জনকে আটক করেছে রুশ পুলিশ। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ইসরায়েলের তেলআবিব থেকে একটি ফ্লাইট দাগেস্তানের মাখাছকালা বিমানবন্দরে অবতরণের পর টার্মিনাল ও রানওয়েতে ঢুকে পরে কয়েকশত বিক্ষোভকারী।
ইসরায়েলবিরোধী স্লোগান দিতে দিতে তারা বিমানবন্দরের রানওয়ের মধ্যে প্রবেশ করে। তাদের অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা ছিল।
অনেককে দেখা যায়, রানওয়ের বাইরে গাড়ি থামিয়ে যাত্রীদের পাসপোর্ট খতিয়ে দেখছে এবং যাত্রীদের জেরা করছে, তারা ইসরায়েলি কিনা।
এ ঘটনায় ধারণা করা হচ্ছে, গাজায় সংঘাতের কারণে ইসরায়েলি বা ইহুদি যাত্রীদের ওপর হামলা চালানোর উদ্দেশ্য ছিল ওই বিক্ষোভকারীদের।
রুশ পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা রানওয়েতে জোর করে প্রবেশের পর পুলিশ ও যাত্রীদের সঙ্গে তাদের মারামারি সংঘর্ষ হয়। এতে ৯ পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর রুশ পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং অন্তত ৬০ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ১৫০ জনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর।
আঞ্চলিক গভর্নর সের্গেই মেলিকভ বলেন, দাগেস্তানিরা গাজার মানুষের দুর্ভোগের প্রতি সহানুভূতিশীল। তবে যেকোনো ধরনের দাঙ্গা আপত্তিকর। আইন শৃঙ্খলাবাহিনী দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, দাগেস্তান হচ্ছে রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি সাংবিধানিক প্রজাতন্ত্র এবং সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলিম।
Leave a Reply