গাজা উপত্যকায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভয়াবহ স্থল অভিযান চালানোর হুমকি উড়িয়ে দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আমরা নেতানিয়াহুর জন্য অপেক্ষা করছি : ’আল্লাহর শক্তিতে বলীয়ন হয়ে আমরা তাকে সে যতটা প্রত্যাশা করছে বা ভয় করছে, তার চেয়ে অনেক বড় পরাজয়ের স্বাদ দেব।’
হামাসের সশস্ত্র বিভাগ আল-কাসসাম ব্রিগেড আজ রোববার এক ভিডিও প্রকাশ করে এই হুমকি দিয়েছে। ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা একইসাথে মানবিক সহায়তা দিতে আরব দেশগুলোর অনীহার তীব্র সমালোচনা করেন। তাছাড়া তিনি বন্দী বিনিময় চুক্তি না করার জন্য ইসরাইলকে দোষারোপ করেন।
শনিবার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন যে ইসরাইলের সামরিক বাহিনী যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু করেছে। তারা গাজায় স্থল অভিযান সম্প্রসারিত করবেন।
এর জবাবে আবু ওবায়দা বলেন, ‘আমরা এখনো তার জন্য অপেক্ষা করছি।’
তিনি বলেন, ‘আল্লাহর শক্তিতে বলীয়ন হয়ে আমরা তাকে সে যতটা প্রত্যাশা করছে বা ভয় করছে, তার চেয়ে অনেক বড় পরাজয়ের স্বাদ দেব।’
গাজার বেসামরিক নাগরিকদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা না দেয়ার জন্য তিনি আরব দুনিয়ার তীব্র সমালোচনাও করেন।
তিনি বলেন, ‘আমাদের আবর দেশগুলোর নেতারা, আপনাদের বলছি।… আমরা তোমাদেরকে সেনাবাহিনী বা ট্যাংক নিয়ে গাজার আরব ও ইসলামের সন্তানদের রক্ষা করতে এগিয়ে আসতে বলছি না।’
আবু ওবায়দা বলেন, ‘কিন্তু আপনারা এমন পর্যায়ে নেমে গেছেন যে আপনারা ত্রাণ আর মানবিক সহায়তা পর্যন্ত কি পাঠাতে পারছেন না?’
উল্লেখ্য যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান ও তিউনেসিয়াসহ আরব দেশগুলো গাজার জন্য মিসরের মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠিয়েছে। তবে ওইসব সহায়তা রাফাহ সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারছে না।
তৃতীয় আরেকটি বিষয়ের কথা আবু ওবায়দা ওই ভিডিওতে উল্লেখ করেন। সেটা হলো, বন্দী ইস্যু নিয়ে অনেক যোগাযোগ হয়েছে। চুক্তি হওয়ার সুযোগও সৃষ্টি হয়েছে। কিন্তু ইসরাইলের ব্যর্থতার কারণে তা হয়নি। তিনি বলেন, ইসরাইল শর্তে রাজি হতে আগ্রহী নয়।
মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠক সোমবার
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষের বিষয়ে সোমবার একটি বৈঠক করবে। ব্রাজিলের স্থায়ী মিশন শনিবার এ ঘোষণা দিয়েছে। ব্রাজিল অক্টোবরে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।
ব্রাজিলিয়ান মিশন জানায়, ‘সোমবার বিকাল ৩ টায় (মস্কোর সময় রাত ১০টা, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায়) এ বৈঠক অনুষ্ঠিত হবে।’
এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় স্থল অভিযান সম্প্রসারণ করার ঘোষণা দেওয়ার পরে সংযুক্ত আরব আমিরাত এই বৈঠকের জন্য অনুরোধ জানায়।
৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে আক্রমণ করার পরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে হামাস তাদের এই আক্রমণ চালায়। হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ব্যাপক বিমান হামলা চালিয়ে গাজা ধ্বংসস্তুপে পরিণত করেছে। ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করেছে, এতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একই সাথে ইসরাইল লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পশ্চিম তীরেও ইসরাইল হামলা চালায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরাইলি হামলায় ৮,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৮,৫০০ আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা, এএফপি ও অন্যান্য
Leave a Reply