২০১১ সালে শেষবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এম এস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তারপর ১২ বছরের অপেক্ষা।এদিকে চলমান বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। নানা ক্রিকেট বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন।
ইতিমধ্যে প্রতিটি দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। ভারত ও নিউজিল্যান্ড উভয় দলেরই সংগ্রহ সমান ৬ করে। রানরেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানে স্বাগতিক ভারত। ৪ পয়েন্ট করে নিয়ে তিন পাকিস্তান ও চারে আছে দক্ষিণ আফ্রিকা। যত দিন যাচ্ছে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা ততই বাড়ছে।
এদিকে এবার বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হবে তা নিয়ে নিজের মতামত জানালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন দাদাগিরির দাদা।
সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগচ্ছে।’ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে পারফর্ম করছে, ক্রিকেটাররা যেভাবে দায়িত্ব নিয়ে পারফর্ম করছেন তারও প্রশংসা করেন সৌরভ।
এছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়ে ভারতকে শুধু এগিয়ে রাখা নয়, এই দল চ্যাম্পিয়ন হবে বলে সাফ জানিয়ে দেন সৌরভ। তিনি বলেন, ‘এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।’
Leave a Reply