ভারতের উজানে ভারী বৃষ্টিপাতে সিকিমে তিস্তা নদীর চুংথাং বাঁধ ভেঙ্গে যাওয়ায় পানি দ্রুত বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তার পানি মিটার স্কেলে ৫১.৪৭ পয়েন্টে প্রবাহিত হয়েছে, যা বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গভীর রাতে হঠাৎ পানি বৃদ্ধির আশঙ্কায় ৪৪টি গেইট খোলা রাখা হলেও এখন তা সীমিত করা হয়েছে।
গতকাল বুধবার (৪ অক্টোবর) তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে তিস্তা পার্শ্ববর্তী নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যায়। এখনো ওই অঞ্চলগুলোতে জলাবদ্ধতা রয়েছে। আকস্মিক এই বন্যার ফলে কৃষকের পাকা ধান ও শাকসবজি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাফউদ্দৌলা বলেন, আজ দুপুর পর্যন্ত পানি হ্রাস পেয়ে রাত্রে তিস্তার পানি আবার বৃদ্ধি পেতে পারে।
Leave a Reply