অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি উন্নতির পথে। আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটও ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে খুব একটা আশাবাদী নয় দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও আইসিসি বোর্ড সদস্য এহসান মানিও একই দলে। এ বছর বিশ্বকাপ মাঠে গড়ানোর সম্ভাবনা দেখছেন না তিনি। টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে যাওয়াই শ্রেয় মনে করেন আইসিসির সাবেক এ সভাপতি।
কাল এক অনলাইন সংবাদ সম্মেলনে মানি বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সরকার। তাঁরা খুবই সতর্ক। যদিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। যদি বিশ্বকাপ এই বছর নির্দিষ্ট সময় হয়, তাহলে সেটা জৈব নিরাপদ পরিবেশে হতে হবে। যেমন পাকিস্তান ইংল্যান্ডে যেভাবে খেলতে সেভাবে। দল গুলো আসবে, একটা হোটেলে থাকবে। কোন দর্শক থাকবে না। যা একদম অসম্ভবের কাছাকাছি। তাই আমার মনে হয় এই বছর কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন সম্ভব না।’
টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে যাওয়ার ব্যাপারে নাকি আইসিসির বৈঠকে আলোচনা চলছে, ‘আমার মতে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে দেওয়া উচিত। ২০২০, ২০২১ ও ২০২৩ সালে আইসিসি টুর্নামেন্ট হওয়ার কথা। মাঝের খালি জায়গায়টা পূর্ণ হবে যদি এক বছর পিছিয়ে যায়। কথাবার্তা সেদিকেই এগোচ্ছে।’
করোনা মহামারির এত বড় ঝুঁকি মাথায় নিয়ে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন কঠিন। মানি বলছিলেন, ‘এটা অনেক বড় ঝুঁকি। যদি এত বড় টুর্নামেন্টের মাঝে কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়, তাহলে চূড়ান্ত অস্থিরতা হবে এবং এই ঝুঁকি আমাদের নেওয়া ঠিক না।’
আইসিসি ইতিমধ্যে জুলাই মাসে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করেছে। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২০ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে।
Leave a Reply