নিখোঁজ ২ শিক্ষার্থীর মৃতদেহের ছবি ভাইরাল হতেই ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতীয় রাজ্য মণিপুরে। বিক্ষোভের উত্তাপ ছড়াতেই রাজ্যে আবারো ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে মণিপুর সরকার।
মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে মণিপুরে। ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।
মঙ্গলবার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ইম্ফল ফের উত্তপ্ত হয়ে ওঠে। ৬ জুলাই থেকে মেইতেই গোষ্ঠীর ১৭ ও ২০ বছরের দুই শিক্ষার্তী নিখোঁজ ছিল। সম্প্রতি তাদের মৃতদেহের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জঙ্গলে দু’জনের লাশ পড়ে রয়েছে, এমন একটি ছবি সরকারের কাছেও পৌঁছেছে।
এই ছবি ছড়িয়ে পড়তেই বিক্ষোভ প্রদর্শন করে মেইতেই গোষ্ঠীর বাসিন্দারা। সহিংসতা রুখতে, যাতে ভুয়া খবর না রটে, সে কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সহিংসতায় মণিপুরে এখন পর্যন্ত ১৬০ জন প্রাণ হারিয়েছে। ঘরছাড়া হয়েছে বহু মানুষ। অবশ্য, ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল মণিপুর। শুরু হয়েছে স্কুলের পড়াশোনা। ১০০ দিন পর মোবাইল ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। এর দুদিনের মধ্যে ফের তা বন্ধ করা হলো।
সূত্র : আজকাল
Leave a Reply