পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। নানা নাটকীয়তা থাকলেও প্রত্যাশিত দলই দিয়েছে পিসিবি। সহ-অধিনায়ক শাদাব খান আছেন বহাল তবিয়তেই। তবে গুঞ্জন সত্যি করে ছিটকে গেছেন নাসিম শাহ। ঘোষণা করা হয়েছে বদলিও। তাকে বিশ্বকাপেই দেখা যাবে না। এশিয়া কাপে ইঞ্জুরির শিকারের পর ধারণা করা হচ্ছিল, তাকে হয়তো শেষ দিকে পাওয়া যাবে।
আজ শুক্রবার এক বিবৃতিতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমের নেতৃত্বে ভারত যাচ্ছে পাকিস্তান। বড় কোনো চমক নেই। শুধু দুই বছর পর দলে ফিরছেন হাসান। নাসিম শাহর চোট ভাগ্য খুলে দিয়েছে এই পেসারের।
শেষ পর্যন্ত নাসিম শাহের জন্য অপেক্ষা করেছিল পিসিনি। তবে বাধ্য হয়েই এখন তাকে ছাড়াই দল ঘোষনা করতে হলো তাদের। এশিয়া কাপে পাওয়া চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার। এমনকি বিশ্বকাপের পরও মাসখানেকের মাঝে ফেরার সম্ভাবনা নেই নাসিমের।
চোটের কারণে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি হারিস রউফও। তবে চোট গুরুতর না হওয়ায় বিশ্বকাপ দলে অনুমেয়ভাবেই আছেন ডানহাতি এই পেসার। এশিয়া কাপের দল থেকে জায়গা হারিয়েছেন ফাহিম আশরাফের। এই পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে ডাকা হয়েছে লেগ স্পিনার উসামা মীরকে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-
বাবর আজম, শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সোদ সাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
রিজার্ভ : মোহাম্মদ হারিস, আবরার আহমেদ এবং জামান খান।
Leave a Reply