রাশিয়াকে ‘শয়তান’ আখ্যা দিয়ে তাদের ওপর ভরসা করা যায় না বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। ইউক্রেন তা প্রতিহত করার যথাসাধ্য চেষ্টা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কে দেওয়া এই ভাষণের পুরোটা সময়ই জেলেনস্কি বোঝানোর চেষ্টা করেছেন বিশ্বের জন্য রাশিয়া কতটা বিপজ্জনক। বিশ্বের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ শুরু করতে চায় তারা। ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
জেলেনস্কি আরও অভিযোগ করেন, খাবার থেকে শুরু করে বিদ্যুৎ, সবকিছুই অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।
জেলেনস্কির দাবি, জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো অন্যান্য জরুরি ইস্যুগুলোও তখনই সমাধান করা যাবে যখন রাশিয়াকে পুরোপুরি প্রতিহত করা যাবে। তিনি আরও দাবি করেন, পরমাণু অস্ত্র রাখার কোনো অধিকার রাশিয়ার নেই। তিনি বলেন, ‘এই অস্ত্র বন্ধ করতে হবে, যুদ্ধাপরাধের বিচার করতে হবে, পালিয়ে যাওয়া মানুষকে ঘরে ফিরিয়ে আনতে হবে, দখলদারকে উৎখাত করতে হবে।’
জেলেনস্কি বলেন, ‘এগুলো করার জন্য আমাদের এক থাকতে হবে। আমরা অবশ্যই এটা করবো।’
জেলেনস্কি আরও অভিযোগ করেন, ইউক্রেনীয় শিশুদের তুলে নিয়ে গিয়ে গণহত্যা করছে রাশিয়া।
চলতি বছর মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
Leave a Reply