সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। যেন বাঁধা পড়েছে দুঃসময়ে। এশিয়া কাপে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ হয়নি, সাথে যোগ হয়েছে ক্রিকেটারদের চোট। এমন সময়ে আরো একটা দুঃসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে টাইগারদের।
বুক ভরা আশা নিয়েই এশিয়া কাপ মিশনে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বের গণ্ডি পার হয়ে জায়গা করে নেয় সুপার ফোরে। যদিও সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায় সাকিবের দলের। যার প্রভাব পড়লো এবার র্যাঙ্কিংয়েও। সাতে থেকে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ নেমে গেছে আটে।
মূলত শ্রীলঙ্কার জয়রথ কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। শেষ ১৫ ম্যাচের ১৪টিতেই জিতেছে লঙ্কান সিংহরা। বৃহস্পতিবার রাতে তারা হারিয়েছে র্যাঙ্কিংয়ের তিনে থাকা পাকিস্তানকে। এই জয়েই তারা টপকে গেছে বাংলাদেশকে। আট নম্বর থেকে উঠে এসেছে সাতে। ফলে বাংলাদেশকে ছেড়ে দিতে হয়েছে নিজের জায়গা।
৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও এসেছে পরিবর্তন। এক থেকে তিনে নেমে গেছে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান। শীর্ষস্থান আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে আছে রোহিত শর্মার ভারত।
Leave a Reply