ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো। যেন পরিনত হয়েছে ধ্বংসস্তুপে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ। ঠাঁই হারানো মানুষের সংখ্যাও কম নয়। স্বাভাবিকভাবেই পুরো বিশ্ব তাদের প্রতি সহানুভূতিশীল। তবে ক্রিস্টিয়ানো রোনালদো যেন ছাপিয়ে গেলেন সবাইকে। ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ওপর শুধু সহানুভূতি প্রকাশ করেই বসে নেই, তাদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। মরক্কোয় তার মালিকানাধীন হোটেলের দরজা খুলে দেয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য।
মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। বিশ্বব্যাপী সব মিলিয়ে এই হোটেলের পাঁচটি শাখা রয়েছে, যার একটি অবস্থিত মরক্কোর মারাক্কেশ শহরে। বেশ বিলাসবহুল হোটেল এটি।
রোনালদোর হোটেলটি শহরের এম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত, যেখানে সব মিলিয়ে কক্ষের সংখ্যা ১৭৪টি। এই কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে।
সূত্র : গোল ডট কম
Leave a Reply