মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় প্রাউড বয়েজ নামের উগ্র ডানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সাবেক নেতা এনরিকুয়ে টারিওকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি প্রাউড বয়েজ ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের হামলা চালানোর জন্য সামরিক কৌশলে নির্দেশনা দিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার তাকে এই সাজা দেওয়া হয়। গতকাল চার ঘণ্টা ধরে শুনানি চলে। কৌঁসুলি ৩৯ বয়সি টারিও’র জন্য ৩৩ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।
তবে টারিও’র আইনজীবীরা বলেছেন, ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার দিনে টারিও ওয়াশিংটনে ছিলেন না। ওয়াশিংটনে তার অনুপস্থিতির অর্থ হলো দাঙ্গায় তার প্রত্যক্ষ প্রভাব নেই। কিন্তু সাজা আরোপ করতে গিয়ে বিচারক বলেছেন, ‘টারিও ছিলেন সেই ষড়যন্ত্রের মূল নেতা। তিনি ছিলেন চূড়ান্ত নেতা, যিনি অংশ নেওয়াদের সংগঠিত করেছিলেন, যিনি বিপ্লবী উদ্যোগে অনুপ্রাণিত ছিলেন।’
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ টিমোথি কেলি বলেছেন, ‘ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন টারিও। সেদিন যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ধারা ভেঙে গিয়েছিল।’
এর আগে গত সপ্তাহে প্রাউড বয়েজের আরেক সদস্য ইথান নর্ডিয়ানকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বছরের শুরুতে ক্যাপিটল হিলে হামলায় জড়িত থাকার দায়ে উগ্র ডানপন্থী আরেকটি মিলিশিয়া গোষ্ঠীর প্রতিষ্ঠাতা স্টিওয়ার্ট রোডেসকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০২১ সালের ৬ জানুয়ারি নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। সে সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে ‘যুদ্ধের’ ডাক দিয়েছিল প্রাউড বয়েজ।
Leave a Reply