উত্তর কোরিয়া একটি ‘কৌশলগত পারমাণবিক হামলার’ সিমুলেশন মহড়া পরিচালনা করেছে, যাতে ২টি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এই তথ্য জানায়।
দেশটির নেতা কিম জং উনের জাহাজ ও গোলাবারুদ উৎপাদন কারখানা পরিদর্শনের কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, শনিবার সকালে এই মহড়ার আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল ‘শত্রুদের সতর্ক’ করা, যে পারমাণবিক যুদ্ধ পরিস্থিতির মোকাবেলায় দেশটি প্রস্তুত থাকবে। এই মহড়ার মাধ্যমে পিয়ংইয়ং আবারো ওয়াশিংটন ও সিউলের কাছ থেকে আসা সম্ভাব্য হামলাকে নিরুৎসাহিত করতে সামরিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করল।
নকল পারমাণবিক ওয়ারহেডযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র ২টি কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগরের দিকে ছোঁড়া হয়। এগুলো পূর্ব-নির্ধারিত ১৫০ মিটার উচ্চতায় প্রায় দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) পথ অতিক্রম করে।
সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় এলো যখন মাত্রই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের গ্রীষ্মকালীন যৌথ সামরিক মহড়া শেষ করেছে। উলচি ফ্রিডম শিল্ড নামের এই ১১ দিনব্যাপী মহড়া বৃহস্পতিবার শেষ হয়। এতে বি-ওয়ান বি বোমারু বিমান অংশ নেয়।
উত্তর কোরিয়া ওয়াশিংটন ও সিউলের কাছ থেকে আসা সম্ভাব্য হামলার বিপরীতে তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে। গত মাসে এই ২ দেশের মধ্যে অনুষ্ঠিত সম্মেলনে সামরিক সক্ষমতার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর চুক্তির সমালোচনা করেছে উত্তর কোরিয়া।
সূত্র : ভয়েস অব আমেরিকা
Leave a Reply