1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

অবৈধ অভিবাসীদের মারাত্মক সমস্যা মনে করছে নিউইয়র্কাররা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

নিউইয়র্কের বাসিন্দাদের ৮২ ভাগের কাছে অভিবাসীদের অপ্রতিরোধ্য ঢলকে ‘মারাত্মক সমস্যা’ মনে হচ্ছে। তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই বলছে, এখন সময় এসেছে ‘ঢলকে মন্থর’ করার। নতুন এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

সিনা কলেজের জরিপকারী স্টিভেন গ্রিনবার্গ বলেন, ‘ডেমোক্র্যাট, রিপাবলিকান, স্বতন্ত্র, আপস্ট্যাটার, ডাউন-স্ট্যাটারদের বিপুল সংখ্যাগরিষ্ঠতাসহ বিশাল অংশ বলছে যে নিউইয়র্কে আসা অভিবাসীদের সাম্প্রতিক ঢলটি রাজ্যের জন্য একটি মারাত্মক সমস্যা।’

সিনা কলেজের জরিপে দেখা যায়, ৮২ ভাগ ভোটার বলছেন যে বিগ অ্যাপল এবং এম্পায়ার স্টেটের বাকি অংশে অভিবাসীদের আগমন একটি বড় সমস্যা। আর ৫৪ ভাগ জবাবদাতা এটিকে ‘খুবই মারাত্মক’ সমস্যা হিসেবে অভিহিত করেছেন। মাত্র ১৬ ভাগ ভোটার বলেছেন, এটা মারাত্মক কোনো সমস্যা নয়।

নিউইয়র্ক সিটি এবং এম্পায়ার স্টেট উভয়ে দীর্ঘ দিন ধরে আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রদানের নীতিকে সমর্থন করে আসছে।

কিন্তু ভোটাররা তাদের ধৈর্য হারিয়ে ফেলছেন, তারা হতাশ হচ্ছেন, মনে করছেন যে দেশের দক্ষিণ সীমান্ত অতিক্রম করে নিউইয়র্কে আসা অভিবাসীদের ঢলটি এখানকার বাসিন্দাদের সামাজিক নেটওয়ার্কে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, তার নগরীতে এক লাখের বেশি অভিবাসী এসেছে এবং এদের মধ্যে ৫৭ হাজার বর্তমানে শেল্টারে রয়েছে।

জরিপে ভোটারদেরকে দুটি বক্তব্যের একটি বেছে নিতে বলা হয় : ‘নিউইয়র্কের অধিবাসীদের কি উচিত হবে নতুন অভিবাসীদের গ্রহণ করে তাদেরকে নিউইয়র্কে একীভূত করে নেওয়া’ নাকি ‘নতুন অভিবাসীদের জন্য নিউইয়র্কের লোকজন ইতোমধ্যেই যথেষ্ট কাজ করে ফেলেছে এবং এখন উচিত হবে নিউইয়র্কে অভিবাসীদের ঢল মন্থর করে দেওয়া।’

জবাবে ৫৮ ভাগ ভোটার বলেন, নিউইয়র্কাররা যথেষ্ট করেছেন, এখন অভিবাসন সীমিত করা উচিত। আর মাত্র ৩৬ ভাগ জবাবদাতা বলেন, রাজ্যের উচিত হবে আরো অভিবাসী গ্রহণ করা এবং তাদেরকে একীভূত করে নেওয়া।

জরিপে রিপাবলিকানদের প্রায় ৮০ ভাগ এবং স্বঘোষিত স্বতন্ত্রদের ৬০ ভাগ বলেন, অভিবাসন ঢল বন্ধ করার সময় এখন। আর ডেমোক্র্যাটরা আরো অভিবাসীদের সহায়তা করা এবং আগমন প্রতিরোধ করার ধারণায় বিভক্ত।

জরিপে ভোটারদেরকে আরো জিজ্ঞাসা করা হয়, অভিবাসীরা ভবিষ্যতে রাজ্যের জন্য বোঝা না আশীর্বাদ হবে বলে মনে করেন।

এই প্রশ্নের জবাবও ছিল অবাক করা। জবাবদাতাদের ৪৬ ভাগই মনে করেন যে অভিবাসন বোঝা হবে। আর মাত্র ৩২ ভাগ মনে করেন, তারা রাজ্যের জন্য কল্যাণকর হবে।

আর রিপাবলিকান ও কৃষ্ণাঙ্গ ভোটাদের ৬৭ ভাগ মনে করেন, অভিবাসীরা যতটা না কল্যাণকর হবে, তার চেয়ে বেশি হবে বোঝা।

জরিপে নিউইয়র্ক সিটির দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, অভিবাসীদের বর্তমান স্থান থেকে সরিয়ে তাদের আরো স্থায়ী স্থানে পুনর্বাসন করা হবে ভালো কাজ।

জরিপে ভোটাররা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন, গভর্নর ক্যাথি হোকুল এবং নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসকে অভিবাসন ঢল সামাল দিতে ব্যর্থ হিসেবেই অভিহিত করেন।

জবাবদাতাদের ৫৯ ভাগই মনে করেন, বাইডেন পরিস্থিতি সামাল দিতে পারেননি। আর মাত্র ৩১ ভাগ মনে করেন, তিনি ভালোমতোই অভিবাসন সঙ্কটটি সামাল দিয়েছেন।

একইভাবে ৫১ ভাগ ভোটার মনে করেন, হোকুল এই কাজে ব্যর্থ হয়েছেন, ৩৫ ভাগ তাকে সফল হিসেবে অভিহিত করেছেন। আবার ৪৭ ভাগ অ্যাডামসের কাজে অসন্তুষ্ট, ৩১ ভাগ সন্তুষ্ট বলে জানিয়েছেন।

জরিপ পরিচালনাকারী গ্রিনবার্গ বলেন, ‘সিনা কলেজের জরিপে প্রথমবারের মতো নিউইয়র্কবাসী বাইডেনকে পছন্দ করল না। ’

নিউইয়র্ক ডেমোক্র্যাটদের এলাকা হওয়া সত্ত্বেও মাত্র ৪৭ ভাগ ডেমোক্র্যাট আগামী বছরের নির্বাচনে তাদের দল থেকে বাইডেনকে প্রার্থী হিসেবে পছন্দ করেছেন। আর ৪৬ ভাগই অন্য কোনো ডেমোক্র্যাট প্রার্থীকে দেখতে চান বলে জানিয়েছেন।

আর গভর্নর পদে হোকুল খুবই খারাপ অবস্থানে রয়েছেন। মাত্র ৪০ ভাগ তার পক্ষে অভিমত প্রকাশ করেছেন। গভর্নর হিসেবে অ্যান্ড্রু কোমোর স্থলাভিষিক্ত হওয়ার পর এবারই তিনি সবচেয়ে কম জনপ্রিয় হিসেবে আবির্ভূত হলেন।

সিনা কলেজের জরিপটি ১৩-১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্ক স্টেট রাজ্যের ৮০৩ জন নিবন্ধিত ভোটার অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com