কয়েক দিন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তা নদীর পানি এখন স্বাভাবিক রয়েছে। বুধবার তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার পর থেকে তিস্তার পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে গত ১৩ আগস্ট ভোর ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে তিস্তার পানি কমতে থাকে। বর্তমানে উজানের ঢল না থাকায় তিস্তার পানি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এদিকে তিস্তার পানি কমার সাথে সাথে তিস্তা নদী ঘেষা কয়েকটি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
Leave a Reply