পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) পাঁচ বছরের জন্য সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে সব ধরনের সরকারি দায়িত্ব গ্রহণে অযোগ্য হিসেবে ঘোষণা করেছে। এর ফলে তিনি আগামী পাঁচ বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তোষাখানা মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ কথা জানায়।
তোষাখানা মামলায় ৫ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার তাকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে।
তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪০ মিলিয়ন রুপির (৪,৯০ হাজার ডলার) মূল্যমানের রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে। তিনি বিদেশ সফরকালে বিদেশী মেজবানদের কাছ থেকে এসব উপহার পেয়েছিলেন।
ওই রায়ের পর ইমরান খানকে অটোক কারাগারে নিয়ে যাওয়া হয়।
ইমরানের আইন উপদেষ্টা নাইম হায়দার পাঞোজথা দাবি করেছেন, তার মক্কেলকে অটোক কারাগারে সি-শ্রেণিতে খুবই খারাপ অবস্থায় রাখা হয়েছে। তারা তাকে এ-শ্রেণি প্রদান করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন এবং তাকে অটোক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের প্রার্থনা করেছেন।
অধিকন্তু, এই মামলায় খালাস দেয়ার জন্য তারা উচ্চতর আদালতে আপিলও করেছেন। তারা এই রায়কে অবৈধ হিসেবে অভিহিত করেছেন। আজ বুধবার ইসলামাবাদ হাইকোর্টে এই মামলার শুনানি হবে।
সূত্র : জিও নিউজ এবং দি নিউজ ইন্টারন্যাশনাল
Leave a Reply