সপ্তাহান্তে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য।
শনিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। যার প্রভাবে কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত ছাড়াও, দিল্লি-এনসিআর, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও সংলগ্ন এলাকায়। ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর ভারতে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। যা জম্মু ও কাশ্মিরের গুলমার্গ থেকে ৪১৮ কিমি উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কম্পন অনুভূত হয়। উত্তর ভারতের একাধিক রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গুলমার্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এক দিনেই কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে ভূস্বর্গে।
সূত্র : আজকাল
Leave a Reply