পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার বলেছেন, আগামী ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেয়া হবে। প্রধানমন্ত্রী তার জোট অংশীদারদের নিয়ে আয়োজিত এক ডিনারে এই তথ্য জানিয়েছেন বলে জানা গেছে। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ নির্বাচনের বিষয়াদি নিয়ে আলোচনা জয়।
সভায় উপস্থিত, কিন্তু পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তিনি নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নিয়ে পার্লামেন্টে বিরোধী নেতা রাজা রিয়াজের সাথে আলোচনা করবেন।
পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১২ আগস্ট। সংবিধান অনুযায়ী, এটি যদি নির্ধারিত মেয়াদ পূর্ণ করে তবে নির্বাচন হতে হবে ৬০ দিনের মধ্যে। আর যদি পার্লামেন্ট মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে দেয়া হয়, তবে নির্বাচন হতে হবে ৯০ দিনের মধ্যে। ফলে ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেয়া হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।
তবে পার্লামেন্ট ভেঙে দেয়ার আগে নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হতে হবে।
সূত্র : জিও নিউজ
Leave a Reply