1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেন-ট্রাম্প বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে কী বললেন নুর বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান

‘টার্গেট মুসলিমরা!’ ট্রেনে আরপিএফের গুলি কাণ্ডে বিস্ফোরক মিম প্রধান ওয়াইসি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

ভারতের মহারাষ্ট্র রাজ্যে পালঘর রেলওয়ে স্টেশনে সোমবার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কনস্টেবল চারজনকে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন তার উর্ধ্বতন কর্মকর্তা এবং অপর তিন যাত্রী। নৃশংস এই ঘটনা মুসলিমদের টার্গেট করেই চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন হায়দরাবাদভিত্তিক মুসলিম রাজনীতিবিদ এবং মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

এ নিয়ে হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন এখানে প্রকাশ করা হলো।

মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনে ভয়াবহ ঘটনা। এক আরপিএফ কনস্টেবল তার সিনিয়র সহকর্মী ও তিনজন যাত্রীকে গুলি করে হত্যা করেছেন। দুটি বগিতে ও প্যান্ট্রি কারে চলন্ত ট্রেনে তিনি গুলি চালান। নিহতদের নাম আব্দুল কোয়াদ্রিভাই মোহম্মদ হুসেন ভানপুরওয়ালা (৪৮), আখতার আব্বাস আলি (৪৮) ও সাদর মোহম্মদ হুসেন।

পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ কর্মর্তা বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ট্রেন নম্বর ১২৯৫৬ জয়পুর-মুম্বই সুপারফাস্ট এক্সপ্রেসের এসকর্টিং স্টাফ কনস্টেবল চেতন কুমার তার সহকর্মী এসকর্ট ইনচার্জ এএসআই টিকা রামকে গুলি করে মেরেছেন। এরপর সেই কনস্টেবল তিনজন যাত্রীকে বন্দুক দেখিয়ে আটকে রেখেছিলেন। পরে তাদেরও গুলি করে খুন করে সে। এএসআই টিকা রাম এবং তিনজন যাত্রীর মৃত্যুতে আমরা দুঃখিত। কনস্টেবল চেতন কুমার দহিসারের কাছে নেমে পালানোর চেষ্টা করে। কিন্তু অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।’

এদিকে একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত কনস্টেবল চেতন সিং একটি লাশের সামনে দাঁড়িয়ে রয়েছেন… সেই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, ‘পাকিস্তান সে অপারেট হুয়ে হ্যায়, আউর মিডিয়া এহি কভারেজ দিখা রাহি হ্যায়, উনকো সব পাতা চল রহা হ্যায় ইয়ে কেয়া কর রহে হ্যায়, আগর ভোট দেনা হ্যায়, আগর হিন্দুস্তান মে রেহনা হ্যা তো ম্যায় ক্যাহতা হু মোদি আউর যোগী ইয়ে দো হ্যায়, আউর আপকে ঠাকরে…’

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে এবার এই ভিডিওকে কেন্দ্র করে এবার মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপি সরকারকে একহাত নেন।

তিনি জানিয়েছেন, ‘এটা সন্ত্রাসী হামলা। মুসলিমদের টার্গেট করছে। মুসলিমবিরোধী ঘৃণাসূচক বক্তব্যের এটা ফলাফল। ওই অভিযুক্ত আরপিএফ জওয়ান কি ভবিষ্যতেরর বিজেপি প্রার্থী? তার জামিনের জন্য কি সরকার চেষ্টা করবে? যখন তিনি মুক্তি পাবেন তখন কি মালা দিয়ে বরণ করা হবে? যদি এটা ভুল প্রমাণিত হয় তবে খুশি হবো।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com