অবশেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। আজ বুধবার তিনি জানান, আগস্টেই তার ছেলে হুন মানেট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ৭০ বছর বয়সী হুন সেন বলেন, ‘জনগণকে বোঝার জন্য বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করব না
সাবেক খেমাররুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কঠোর হাতে কম্বোডিয়ার শাসনক্ষমতা দখল করে রেখেছেন। ক্ষমতার প্রায় চার দশকে প্রতিদ্বন্দ্বী যেকোনো বিরোধী শক্তি বা বিরোধী দল নিষিদ্ধ করেছেন তিনি। ১৯৯৩ সালে সেকেন্ড প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব নেন।। ১৯৯৮ সালে হন প্রধানমন্ত্রী। এরপর থেকে এই পদেই বহাল আছেন তিনি।
নির্বাচনের আগে হুন সেন ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে এবার তার দল জয়ী হলে নেতৃত্ব ছেলের হাতে ছেড়ে দেবেন।
হুন মানেট এখন দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববারের নির্বাচনে তিনিও প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি। ২১ আগস্ট প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে।
Leave a Reply