ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান আবারো আলোচনার কেন্দ্রে। লোকসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মালা রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি একটি লিখিত উত্তর দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, ২০২৩ সালে ভারতে আনুমানিক মুসলিম জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯.৭ কোটি।
স্মৃতি ইরানি স্পষ্ট করেছেন যে ২০১১ সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে, মুসলমানরা মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ ছিল। অনুমান করা হচ্ছে, ২০২৩ সালের মধ্যে তাদের জনসংখ্যা ১৯.৭ কোটিতে পৌঁছাবে, যা ২০১১ সালের তুলনায় ২.৫ কোটি বেশি।
২০১১ সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে, মুসলিম জনসংখ্যা ছিল ১৭.২ কোটি।
২০২৩ সালের জন্য ভারতের আনুমানিক জনসংখ্যা হবে ১৩৮.৮ কোটি। ১৪.২ শতাংশ মুসলিম জনসংখ্যার হিসাব ধরলে ২০২৩ সালে মুসলমানদের জনসংখ্যা দাঁড়াবে প্রায় ১৯.৭ কোটি, জানিয়েছেন স্মৃতি ইরানি।
জনসংখ্যা বিষয়ক তথ্য ছাড়াও মন্ত্রী সাক্ষরতার হার, শ্রমশক্তির অংশগ্রহণ এবং আবাসন, বাথরুম ও পানির মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ভোক্তাদের সম্পর্কেও বিশদ বিবরণ দিয়েছেন। দেশের পসমন্দা মুসলমানদের জনসংখ্যার তথ্য সম্পর্কিত কোনো তথ্য অবশ্য জানাননি তিনি।
তৃণমূল কংগ্রেস নেত্রী মালা রায় দেশের মুসলিম জনসংখ্যা বিষয়ক তথ্যগুলো জানতে চেয়েছিলেন। এছাড়াও তিনি জানতে চেয়েছিলেন, সরকারের কাছে পসমন্দা মুসলমানদের জনসংখ্যার তথ্যের কোনো রেকর্ড আছে কিনা এবং দেশে এই সম্প্রদায়ের অর্থ-সামাজিক অবস্থার বিষয়ে তথ্য চেয়েছিলেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি স্মৃতি ইরানি।
জাতিসঙ্ঘের হিসাবে এ বছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের। অবশ্য কিছু বিশ্লেষকের ধারণা, বাস্তবে ইতোমধ্যে চীনের জনসংখ্যাকে ছাপিয়ে গেছে ভারত।
এ বছরের শুরুতে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা প্রায় আট লাখ কমে ১৪১ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। ২০২৩ সালে ভারতের আনুমানিক জনসংখ্যা প্রায় ১৩৯ কোটি।
স্মৃতি ইরানির এই তথ্য পেশের পরে বিতর্কও শুরু হয়েছে। ভারতীয় মুসলমানদের জনসংখ্যা নিয়ে লোকসভায় স্মৃতি ইরানির মন্তব্যের পরিপ্রেক্ষিতে লোকসভার সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে মুসলিম জনসংখ্যা ‘২০ কোটির বেশি হবে না’। অথচ ডানপন্থী দলগুলো বিশ্বাস করে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে। তারা যদি মৌলিক গণিত না বোঝে, আমি আশা করি, তারা অন্তত মোদি সরকারকে বিশ্বাস করবে।’
এরপর পাল্টা টুইটে আবারো ওয়াইসিকে আক্রমণ করেছেন স্মৃতি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Leave a Reply