ভারতের উত্তর-পূর্বের মণিপুর রাজ্যে আবারো সহিংসতা শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) রাস্তা আটকে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মণিপুরের নারীরা। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনাবাহিনী।
মণিপুরের রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় রাস্তা আটকে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে নারীরা। তাদের সাথে কয়েকজন পুরুষ থাকলেও বিক্ষোভের নেতৃত্বে ছিল নারীরাই। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েন তারা। রাস্তা পুরোপুরি আটকে চলতে থাকে বিক্ষোভ। তারা রাস্তার মাঝে টায়ারও জ্বালিয়ে দেয়।
ভিডিওকাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছে নারীরা। তাদের হাতে আরএসএস-বিরোধী প্ল্যাকার্ডও দেখা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি, সেনাবাহিনীও পাঠানো হয়। তারা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গত মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখন পর্যন্ত ১৫০ জনের বেশি নিহত হয়েছে। বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। দিনের পর দিন ঘরছাড়া হয়ে কাটাচ্ছে অনেকে। সহিংসতার আবহে মণিপুর ছেড়ে অন্য রাজ্যেও পালিয়ে গেছে কেউ কেউ।
এই পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের একটি ভিডিও-কে ঘিরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, দুই মণিপুরী নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হচ্ছে। ওই ভিডিও প্রকাশ্য হওয়ার পরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বিতর্কের মাঝে জোরাল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহের পদত্যাগের দাবি। এমনকি, মণিপুরের সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে গত দু’মাস ধরে নীরব ছিলেন, তিনিও মুখ খুলতে বাধ্য হয়েছেন ওই ভিডিও দেখার পর। মণিপুরের পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Leave a Reply