উষ্ণতম মাসের রেকর্ড গড়তে পারে চলতি বছরের জুলাই? গত কয়েক দিনে তাপমাত্রার একাধিক রেকর্ড ভেঙেছে ইউরোপের দেশগুলো।
গরমে পুড়ছে আমেরিকা, চীন। এই পরিস্থিতিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের আশঙ্কা, এক শ’ বছরের মধ্যে উষ্ণতম মাস হতে চলেছে চলতি জুলাই। তবে শেষ পর্যন্ত তা শতাব্দীর পরিবর্তে হাজার বছরেরও রেকর্ড গড়তে পারে ২০২৩ সালের জুলাই মাস।
নাসার আবহাওয়া বিশেষজ্ঞ গ্যাভিন শিমিডট বলেছেন, ‘বিশ্বজুড়েই জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। আমেরিকা, ইউরোপ, চীনসহ একাধিক দেশে তাপপ্রবাহ চলছে। যাবতীয় রেকর্ড ভেঙে প্রবল গরমে ভুগছে দেশগুলো। তবে গরম বেড়ে যাওয়ার কারণ হিসাবে শুধু এল নিনোকে দায়ী করলে চলবে না। আচমকাই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বজুড়ে।’
এরপরই নাসার বিজ্ঞানী যোগ করেছেন, ‘বিশেষ করে মহাসাগরের তাপমাত্রা খুব বেশি মাত্রায় বেড়ে গেছে। ফলে উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা বাড়ছে। তাছাড়া লাগাতার গ্রিন হাউস গ্যাসের উৎপাদন হওয়ায় তাপদাহ চলবে। আর তীব্র গরমে পুড়তে হবে সাধারণ মানুষকে।’
এই অবস্থায় বছরের নিরিখেও উষ্ণতম হিসাবে রেকর্ড গড়তে পারে ২০২৩ সাল, অনুমান নাসার বিজ্ঞানীর। ইতিমধ্যেই ইতিহাসের উষ্ণতম দিন হিসাবে নজির গড়েছে ৩ জুলাই। শিমিউটের কথায়, ‘ইতিহাসের সব রেকর্ড ভেঙে উষ্ণতম বছর হতে পারে ২০২৩ সাল। তবে ২০২৪ সালে আরো গরম বাড়বে।’ তার কারণ হিসেবে এল নিনোকেই দায়ী করেছেন নাসার বিজ্ঞানী।
সূত্র : আজকাল
Leave a Reply