ক্রিকেট প্রেমীদের চোখে এখনও ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্তটি স্মরণীয় হয়ে আছে। সেখান থেকেই ভারতীয় অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির সফলতা শুরু হয়। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে এরপর থেকে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এই ট্রফি আর জেতা হয়নি দলটির। খবর এনডিটিভির।
সেই ম্যাচে ভারতের হয়ে শেষ ওভারে বল করে দলের জয় নিশ্চিত করেন যোগিন্দর শর্মা। তিনি ফর্মে থাকা মিসবাহ উল হককে আউট করেন।
সময়ের পরিক্রমায় সেই যোগিন্দর এখন দেশটির হারিয়ানা পুলিশের ডিএসপি। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আম্বালায় বন্যা দুর্গতদের সাহায্যে কাজ করছেন তিনি। উত্তর ভারতের এই রাজ্যে প্রচুর বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।
যোগিন্দর সেবার বিশ্বকাপজয়ী দলের সদ্য হলেও তার জাতীয় দলের ক্যারিয়ার অল্পতেই থেমে যায়। মাত্র ৪টি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার।
Leave a Reply