মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার এখন আর ইউক্রেনের রণক্ষেত্রে বলার মতো কোনো ভূমিকা রাখছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসের রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগানি প্রিগোজিন। এর তিন সপ্তাহ পর যুক্তরাষ্ট্র এমন বিবৃতি দিল।
কিন্তু পুতিন এখন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন রাশিয়ায় ওয়াগনার গোষ্ঠীর কোনো ভবিষ্যৎ নেই। সম্প্রতি রাশিয়ার অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কোমেরসান্টের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ওয়াগনারের কোনো অস্তিত্ব নেই।
ওয়াগনারকে একটি যোদ্ধা বাহিনী হিসাবে রাখা হবে কি না – এই প্রশ্নে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ায় বেসরকারি কোনো সামরিক সংস্থা গঠন আইনসিদ্ধ নয়, ফলে এটির কোনো অস্তিত্ব নেই।
এদিকে গত বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেন, এই মুহূর্তে মার্কিন সেনাবাহিনীর কাছে এমন কোনো তথ্য-প্রমাণ নেই যাতে বলা যায় যে ইউক্রেনের যুদ্ধে ওয়াগনার তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ বলছে সিংহভাগ ওয়াগনার যোদ্ধা এখনও ইউক্রেনের রুশ অধিকৃত এলাকাগুলোতে রয়েছে, বলেন রাইডার।
Leave a Reply