প্রায় তিন বছর আগে এক কেজি ২৯০ গ্রাম হেরোইন জব্দ করেছিল র্যাব। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়। গতকাল মঙ্গলবার এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কিন্তু যুক্তিতর্ক শুরুর আগে জব্দকৃত আলামত খুলে দেখা যায়, সেগুলো আচারের প্যাকেট!
এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৫ জুলাই স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন।
এ ঘটনার র্যাবের ডিএডি রাজিব বাহাদুর বাদী হয়ে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। সেই মামলা এজহার দাখিল পরবর্তী সময়ে তদন্ত ও চাজশিট হয়। ইতিমধ্যে মামলার ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার ১১ জুলাই সেই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। ওই মামলায় মাসুম বর্তমানে কারাগারে রয়েছে।
আদালতের নির্দেশে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আগামী ২৫ জুলাই আদালতে এসে এর ব্যাখ্যা দেবেন বলে জানান পিপি সিরাজুল ইসলাম।
Leave a Reply