অধিকৃত পশ্চিম তীরে ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অভিযানের পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার সকালে গাজা থেকে কয়েক দফা রকেট নিক্ষেপের পর উত্তর গাজায় এই হামলা চয় বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলি মিডিয়া জানিয়েছে, ইসরাইলি বিমানবাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া শহরের কাছে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, ওই শহরের অন্তত তিনটি জায়গায় হামলা চালানো হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে ভয়াবহ হামলার পর জেনিন থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছিল ইসরাইল। জেনিনে অন্তত ১২ ফিলিস্তিনি নহত হয়।
রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম বলেন, ইসরাইলি প্রত্যাহারের পর জেনিনের লোকজন তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে।
তিনি বলেন, তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। রাস্তাগুলো নষ্ট করা হয়েছে।
ইসরাইলি বাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের জন্য জেনিনে ব্যাপক উল্লাসও দেখা গেছে।
ইব্রাহিম বলেন, আমরা জেনিন উদ্বাস্তু শিবিরে উল্লাস দেখেছি। লোকজন বলছে, ইসরাইল প্রতিরোধ আন্দোলন দমন করতে পারেনি। সশস্ত্র যোদ্ধা ও তাদের অস্ত্র বহালই রয়ে গেছে। তিনি বলেন, রামাল্লা ও জেরিকোতেও আমরা একই ধরনের দৃশ্য দেখেছি।
সূত্র : আল জাজিরা
Leave a Reply