অধিকৃত পশ্চিম তীরের জেনিন নগরীতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং অন্য ১০ জন আহত হয়েছে। ইসরাইলি বাহিনী হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
অধিবাসীরা জানিয়েছে, সোমবার ভোরে জেনিনের বিভিন্ন ভবনে ইসরাইল অন্তত চারবার বিমান হামলা চালায়। এছাড়া নগরীর বিশাল উদ্বাস্তু শিবিরের দিকে ইসরাইলি সামরিক বহর এগিয়ে আসছে বলেও তারা জানিয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আকাশ থেকে বোমা ফেলা হচ্ছে, স্থলভাগ থেকে হামলা হচ্ছে। বেশ কয়েকটি বাড়ি ও স্থানে বোমা ফেলা হয়েছে, সব জায়গা থেকে ধোঁয়া দেখা যাচ্ছে।’
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা সঙ্কটজনক।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি ‘জয়েন্ট অপারেশন্স সেন্টারে’ হামলা চালিয়েছে। এটি বিভিন্ন ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপের সমন্বয়ে গঠিত জেনিন ব্রিগেডসের কমান্ড সেন্টার হিসেবে কাজ করত।
এর আগে জেনিনের কাছে ইসরাইলি বাহিনী তিনজন বন্দুকধারীকে হত্যা করে।
সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলা বেড়েছে। চলতি বছরে এ পর্যন্ত অন্তত ১৭৭ জন ফিলিস্তিনি, ২৫ জন ইসরাইলি, একজন ইউক্রেনিয়ান এবং একজন ইতালিয়ান নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
Leave a Reply