1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

প্যারিসের অধ্যায় নিয়ে আবার মুখ খুললেন মেসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩

মাঝে কয়েক দিনের ব্যবধান। প্যারিস সঁ জরমেঁ কাটানো অধ্যায় নিয়ে আবার মুখ খুললেন লিওনেল মেসি। ফরাসি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মেসি বর্ণনা করেছেন, কিভাবে শুরুর দিকে তাকে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। কিছু দিন আগে পিএসজি সমর্থকদের আচরণ নিয়ে কথা বলেছিলেন মেসি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী পিএসজি-তে যোগ দেন ২০২১ সালে। ১৭ বছর বার্সেলোনায় কাটানোর পর প্যারিসের ক্লাবে তার যাওয়া নিয়ে তৈরি হয়েছিল উচ্ছ্বাস। তবে যতটা সহজ মনে হয়েছিল, পরিস্থিতি শুরুর দিকে ততটা ভালো ছিল না। নতুন পরিকল্পনা, নতুন রণকৌশল, সবচেয়ে বড় ব্যাপার, নতুন দেশে মানিয়ে নেওয়ার কাজটা কঠিন ছিল।

মেসি বলেছেন, ‘দেরি করে দলের সাথে যোগ দিয়েছিলাম। কোনো প্রাক মরসুম প্রস্তুতির সুযোগ পাইনি। তাই শুরুর দিকটা আমার কাছে খুবই কঠিন ছিল। আমার পরিবারকেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।’

ওই বছর কোপা আমেরিকা থাকার কারণে নতুন ক্লাবে মেসির যোগ দিতে দেরি হয়। আর্জেন্টিনাকে কোপা জিতিয়েছিলেন তিনি। তার পরে শীতকালীন বিরতিতে কোভিডে আক্রান্ত হন। ফলে দলের সাথে মানিয়ে নেয়ার প্রক্রিয়া আবার বাধা পায়। মেসি বলেছেন, ‘শারীরিক ছন্দ খুঁজে পেতে তখন অনেক সময় লেগেছিল আমার।’

উল্লেখ্য, ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই মেসি আরো বেশি বিদ্রূপের শিকার হন। কিছু ফরাসিপ্রেমী কোনোভাবেই দেশের হার মেনে নিতে পারেননি। মেসি বিশ্বকাপ জেতায় যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে তার উপরেই।

মেসি দু’দিন আগে বলেন, ‘প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালোই লাগত। আমাকে উৎসাহ দিতেন তারা। তার পর হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সঙ্গে অন্য রকম আচরণ শুরু করেন তারা। এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশির ভাগ সমর্থকই আমাকে ভালোবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল।’

মেসি যোগ করেন, ‘আমি চাইনি কোনো বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপে এবং নেইমারের সঙ্গেও একই কাজ করেছে তারা। এটাই তাদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যারা আমাকে সমর্থন করেছেন তাদের ভুলব না। প্রথম থেকেই তারা আমার পাশে ছিলেন।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com