1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩

গ্রিসের রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি পার্টি পার্লামেন্টারি নির্বাচনে বিশাল জয় পেয়েছে। এর মাধ্যমে সংস্কারবাদী কিরিয়াকোস মিতসোটাকিস আরো চার বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সরকারি হিসাবে দেখা যাচ্ছে, ৯০ ভাগ ভোট গণনার পর নিউ ডেমোক্র্যাসি পার্টি ৪০ ভাগের বেশি ভোট পেয়েছে। আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী সিরিজা পার্টির ভরাডুবি হয়েছে। তারা পেয়েছে মাত্র ১৮ ভাগ ভোট। অথচ গত মে মাসে অনুষ্ঠিত আগের নির্বাচনে তারা পেয়েছিল ২০ ভাগ ভোট।

মিতসোটাকিস বিশাল জয়ের জন্য জনগণকে ধন্যবাদ দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ সংস্কার অব্যাহত থাকবে।

ফলাফল অনুযায়ী নতুন নির্বাচনী আইনে ৩০০ আসনবিশিষ্ট পার্লামেন্টে নিউ ডেমোক্র্যাসি পার্টি ১৫৭ থেকে ১৫৮টি আসন পাবে। ফলে তারা এককভাবেই সরকার গঠন করতে পারছে। কারণ সরকার গঠন করতে প্রয়োজন ১৫১টি আসন। নতুন নির্বাচনী আইনে তারা বোনাস আসন পাচ্ছে। অথচ মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তারা ৪১ ভাগ ভেঅট পেয়েও সরকার গঠন করতে পাঁচটি আসন কম পেয়েছিল।

মাত্র এক সপ্তাহ আগে গ্রিসের পশ্চিম উপকূলে একটি অভিবাসী জাহাজ ডুবে কয়েক শ’ লোক মারা যাওয়ার প্রেক্ষাপটে রোববারের নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রিক সরকারের কঠোর অভিবাসননীতির কারণেই এসব লোক মারা গেছে বলে সমালোচনার সৃষ্টি হয়। কিন্তু তা নির্বাচনকে প্রভাবিত করেনি।

আলজাজিরার জন সারোপলস রাজধানী অ্যাথেন্স থেকে বলেন যে ভোটাররা মূলত অর্থনীতির দিকেই মনোনিবেশন করেছিল। কিরিয়াকোস মিতসোটাকিসের আমলে অর্থনীতি ভালো হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com