প্যারিস সঁ জরমঁ ছেড়ে দিয়ে কিছু দিন আগেই যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু প্যারিসের ক্লাবে থাকাকালীন তাকে অনেক যন্ত্রণা সইতে হয়েছে। ক্লাবের সমর্থকরা শিস দিয়ে ব্যঙ্গ করেছেন। অপমান করেছেন পরিবারকে। ওই অধ্যায় নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি। জানালেন, প্যারিসের এক অংশের সমর্থক কোনো দিনই তাকে মেনে নেননি। একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারকেও।
ফ্রান্সের এক টিভি চ্যানেলে মেসি বলেছেন, ‘প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালোই লাগত। আমাকে উৎসাহ দিতেন তারা। তার পর হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সাথে অন্য রকম আচরণ শুরু করেন তারা। এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশির ভাগ সমর্থকই আমাকে ভালোবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল।’
মেসি যোগ করেছেন, ‘আমি চাইনি কোনো বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপ্পে এবং নেইমারের সাথেও একই কাজ করেছেন তারা। এটাই তাদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যারা আমাকে সমর্থন করেছেন তাঁদের ভুলব না। প্রথম থেকেই ওঁরা আমার পাশে ছিলেন।’
উল্লেখ্য, ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই মেসি আরো বেশি বিদ্রূপের শিকার হন। কিছু ফরাসিপ্রেমী কোনোভাবেই দেশের হার মেনে নিতে পারেননি। মেসি বিশ্বকাপ জেতায় যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে তার উপরেই।
এদিকে, ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি ক্লাব ছাড়ার আগে এমবাপ্পেকেও অন্য ক্লাবে যোগ দেয়ার পরামর্শ দিয়েছিলেন। মেসি এমবাপেকে বলেছিলেন, ‘আমি চাইব তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Leave a Reply