1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

উড়তে থাকা ওমানকে মাটিয়ে নামিয়ে আনল শ্রীলঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩

উড়তে থাকা ওমানকে মাটিয়ে নামিয়ে এনেছে শ্রীলঙ্কা। টানা দুই জয়ের পর হারের মুখ দেখল মধ্যপ্রাচ্যের দেশটি। বিপরীতে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো শ্রীলঙ্কা। ওমানকে তারা হারিয়েছে ১০ উইকেটে।

অবশ্য বড় জয় প্রত্যাশিতই ছিল। ওমানকে মাত্র ৯৮ রানে অলআউট করে তার ভিত্তি গড়ে তুলে লঙ্কান বোলাররা। স্পষ্ট করে বললে ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই ধ্বসিয়ে দেন মধ্যপ্রাচ্যের দলটাকে। মাত্র ১৩ রানে শিকার করেন ৫ উইকেট।

অবশ্য এর আগ পর্যন্ত রীতিমতো উড়ছিল ওমান। বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তারা। এরপর যুক্তরাষ্ট্রকেও হারিয়ে দেয় দলটি। অথচ বড় নামের ভিড়ে টুর্নামেন্টের শুরুতে ওমানকে নিয়ে আলাদা করে ভাবেনি কোনো দল।

ওমানের এমন উড়ন্ত শুরুর পর শুক্রবার লঙ্কানদের বিপক্ষেও বড় কোনো চমকের অপেক্ষায় ছিল সমর্থকেরা। তবে চমক তো দূর, বুলাওয়েতে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ওমান। ৩০.২ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায় দলটি। হাসারাঙ্গার পাঁচ উইকেট ছাড়াও ৩ উইকেট নেন লাহিরু কুমারা।

ওমানের রানের বড় অংশই এসেছে সাত নম্বরে নামা আয়ান খানের বদলৌতে, ৪১ রান করেন তিনি। ২১ রান আসে যেতিন্দর সিংহের ব্যাটে। তাদের দু’জন ছাড়া কেবল দুই অংকের ঘরে যেতে পেরেছেন ফায়াজ বাট, ১৩ রান করেন তিনি।

৯৯ রানের লক্ষ্য মোটে ১৫ ওভারে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্ন ও পাথুন নিশানকার উদ্বোধনী জুটিই জয়ের জন্য যথেষ্ট হয়ে উঠে। অর্ধশতক পূরণ করে ৫১ বলে ৬১ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। ৩৯ বলে ৩৭ রান করেন নিশানকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com