আফগানিস্তানবিষয়ক জাতিসঙ্ঘ দূত রোজা ওতুনবায়েভা বলেছেন, তালেবান যদি নারীদের অধিকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদেরকে স্বীকৃতি দেয়া ’প্রায় অসম্ভব’।
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে বুধবার রোজা বলেন, সংস্থাটিতে কর্মরত নারীদের বিরুদ্ধে বিধিনিষেধের কারণে আফগানিস্তানে জাতিসঙ্ঘকে এখনৈা জটিল পরিস্থিতিতে পড়তে হয়।
গত এপ্রিলে আফগান নারীদের এনজিওগুলোতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান।
রোজা বলেন, ‘আমি স্পষ্টভাবে বিশেষ করে নারী ও মেয়েদের ওপর তারা যেসব নিষেধাজ্ঞা জারি করে নিজেদের জন্য সমস্যা সৃষ্টি করেছে, সে ব্যাপারে বলতে চাই। যতক্ষণ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা থাকবে, ততক্ষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের সরকারকে স্বীকৃতি প্রদান প্রায় অসম্ভব।’
তিনি বলেন, এই নিষেধাজ্ঞা কেন আরোপ করা হলো, সে ব্যাপারে আমাদের কাছে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। আর এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আশ্বাসও দেয়া হয়নি।
রোজা বলেন, নারী কর্মীদের স্থানে পুরুষ কর্মী নেয়া হবে না।
তিনি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তালেবানের প্রতি দাবি জানান।
তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply