অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ বসতির কাছে বন্দুকধারীদের গুলিতে অন্তত চার ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। ইসরাইলি সৈন্যরা প্রাণঘাতী অভিযান চালানোর প্রেক্ষাপটে এই হামলা হলো।
ইসরাইলের ম্যাগান ডেভিড অ্যাডম ইমারজেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরের ইলির কাছে এই হামলা হয়।
বলা হয়েছে, যে দুই ফিলিস্তিনি হামলা চালিয়েছিল, তাদের দুজনকেই হত্যা করা হয়েছে। একজনকে ঘটনাস্থলেই এবং অপরজন ট্যাক্সি করে পালিয়ে যাওয়ার সময় নাবলুসের কাছে তাকে হত্যা করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এক বেসমারিক লোক এক বন্দুকধারীকে হত্যা করেছে।
আল জাজিরার ইমরান খান অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে হামলার খবর নিশ্চিত করে বলেন যে ইলি বসতির কাছে একটি গ্যাস স্টেশনে সন্দেহভাজনকরা গুলিবর্ষণ করে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, বন্দুকধারীরা গাড়ি করে এসে একটি রেস্তোরাঁয় গুলি চালায়। তারপর তারা একটি পেট্রোল স্টেশনকে টার্গেট করে।
যে দুই ফিলিস্তিনি এই হামলায় জড়িত ছিলেন, তারা হলেন মোহান্নাদ ফালাহ শাদেহ (২৬) এবং খালেদ মোস্তফা সবাহ (২৪)। উভয়ের বাড়ি নাবলুসের কাছে উরিফ গ্রামে।
পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি হামলায় ছয় ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৯১ জন ফিলিস্তিনি আহত হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।
সূত্র : আল জাজিরা
Leave a Reply