রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে এক প্রকার নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, পাল্টা আক্রামণ এবং প্রতিরক্ষা পদক্ষেপ শুরু হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি। ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বে যুদ্ধের তীব্রতার বাড়ার প্রাক্বালে জেলেনস্কি এমন মন্তব্য করলেন।
বিবিসি বলছে, বাখমুতের পূর্বে ইউক্রেনের বাহিনী অগ্রসর হয়েছে, সেই সঙ্গে জাপোরিজজিয়ার কাছে দক্ষিণেও অগ্রসর হয়েছে। তারা রাশিয়ান বাহিনীকে লক্ষ্য করে দীর্ঘ পাল্লার হামলা চালাচ্ছে।
তবে এর আগে গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে পাল্টা আক্রমণ শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিয়েভ তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধাঞ্চলের কোথাও ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
Leave a Reply