রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জ্বর, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন।
এছাড়া ২৪ ঘণ্টায় জেলার কালুখালি থানার দুই পুলিশ কনস্টেবল ও রাজবাড়ী সদরের মহাদেবপুর গ্রামের একজন সহ তিন ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে গত ২৯ মে বালিয়াকান্দি হাসাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। বালিয়াকান্দি স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। আজ তা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে।
এ ছাড়া রাজবাড়ীতে রোববার পর্যন্ত ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এখনো রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন রোগী ভর্তি আছে। বাকিদের হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে গত দুই মাসে রাজবাড়ীতে ১৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Leave a Reply