যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি এক রেস্তোরাঁয় বন্দুক হামলা চালানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এক বন্দুকধারী। ওই রেস্তোরাঁর নাম ‘বৈশাখী’।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁটিতে লাল হুডি ও কালো মাস্ক পরা এক বন্দুকধারী প্রবেশ করেন। তাকে দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই গুলি ছোড়েন বন্দুকধারী।
ফুটেজে আরও দেখা যায়, ভেতরে থাকা এক শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান এক নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি রেস্তোরাঁটির কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে গিয়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সী যুবককে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে নিউইয়র্ক পুলিশের গোয়েন্দারা।
রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, গুলি চালানোর সময় তিনি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। প্রথমে তিনি বুঝতে পারেননি সেটা গুলি নাকি অন্য কিছু।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলার পর হামলাকারী পালিয়ে যান। দ্রুত হামলাকারীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply