1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

মালিতে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশী শান্তিরক্ষী আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

মালিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশী শান্তিরক্ষী আহত হয়েছেন।

রোববার মালির স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ-২) এর অধীনে একটি টহল দলের একটি মোটরশেড গুন্ডাম-টোংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড়ের পাশে দুর্গম মরুভূমির রাস্তায় পৌঁছালে বিস্ফোরণটি ঘটে।

সোমবার সন্ধ্যায় এখানে পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্ফোরণটি হয়েছে মালির টিমবুকটু অঞ্চলের গুন্ডাম সুপার ক্যাম্প থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

এই ঘটনায় পুলিশ সদস্যদের বহনকারী সাজোয়া বাহিনীর যানটিও (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুলিশ সদর দফতর আহত তিন বাংলাদেশী শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেনি।

টহল দলটি মালিতে জাতিসঙ্ঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের অংশ ছিল (এমআইএনইউএসএমএ)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টহলরত শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্ত অতিক্রম করার সময় আইইডি বিস্ফোরিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং উচ্চ-স্তরের বিস্ফোরণ প্রতিরোধে এপিসিটি’র সক্ষমতার কারণে তারা আরো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।

এটাও উল্লেখ্য যে- এমআইএনইউএসএমএ কর্তৃপক্ষ বিএনএনএফপিইউ-২, এমআইএনইউএসএমএ এবং মালির সদস্যদের অত্যন্ত প্রশংসা করেছে কারণ তারা অত্যন্ত পেশাদারিত্ব এবং সতর্কতার সাথে তাদের শান্তিরক্ষার দায়িত্ব পালন করেছে।

মালির এই অঞ্চলে আইইডি বিস্ফোরণ সাধারণ ঘটনা।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com