প্রশান্ত মহাসাগরের কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত নিউ ক্যালেডোনিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পরই সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
দ্য গার্ডিয়ান, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপকূলের এক হাজার কিলোমিটারের (৬২১ মাইল) মধ্যে অবস্থিত উপকূলের জন্য একটি সুনামি সতর্কতা জারি করেছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভানুয়াতুর কিছু উপকূলে জোয়ারের সময় ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আর ফিজি, কিরিবাতি এবং নিউজিল্যান্ডে ০.৩ থেকে ১ মিটারের মধ্যে জলোচ্ছ্বাস হতে পারে।
অবশ্য নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি টুইট করেছে যে, ভূমিকম্পটি নিউজিল্যান্ডের জন্য কোনো সুনামির হুমকি তৈরি করেছে কি না তা তারা খতিয়ে দেখছে।
Leave a Reply