থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের ভোট গণনা হয়েছে প্রায় ৮০ শতাংশ। এতে দেখা যাচ্ছে, ফলাফলে চমক দেখিয়েছে মুভ ফরওয়ার্ড পার্টি (এমএফপি), যার নেতৃত্ব দিচ্ছেন ৪২ বছর বয়সী সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোনরাত।
এর আগে দেখা গিয়েছিল, ফলাফলে এগিয়ে ছিল ফিউ থাই দল; যার নেতৃত্বে আছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে, এমএফপি এগিয়ে রয়েছে। দলটি সরাসরি নির্বাচিত ৪০০ আসনের মধ্যে ১১৪টির বেশি পেতে যাচ্ছে।
এর মধ্যে রাজধানী ব্যাংককের ৩৩টি আসনের বেশিরভাগই রয়েছে।
দলের তালিকাভুক্ত ১০০টি আসনের মধ্যে ৩০টির বেশি পাওয়ার আশাও করছে এমএফপি।
এখন দ্বিতীয় অবস্থানে থাকা পিউ থাই দল পেতে যাচ্ছে ১১১টি সরাসরি নির্বাচিত আসন এবং দলের তালিকাভুক্ত ২৫টি আসন।
৯ বছর ধরে সামরিক শাসন চলা দেশটির জাতীয় নির্বাচনে এবার অংশগ্রহণ করেছে প্রায় ৭০টি দল।
সরকার গঠন পিউ থাই ও এমএফপির প্রয়োজন ৩৭৬টি আসন।
এদিকে, এমএফপি নেতা পিটা লিমজারোনরাত বলেছেন, তারা ১৬০টি আসন পেতে যাচ্ছেন। তিনি বলেন, তারা পিউ থাই পার্টির সাথে জোট সরকার গঠনে সমর্থ হবেন।
তরুণ নেতৃত্বের এমএফপি জয়ের আভাস পেয়েছিল নির্বাচন-পূর্ব জরিপেও।
অন্যদিকে আবারো ক্ষমতায় আসার জোর চেষ্টায় আছেন সেনা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাও। ৬৯ বছরের এই সাবেক সেনাপ্রধান ২০১৪ সালে দেশটিতে সর্বশেষ অভ্যুত্থান ঘটিয়েছেন। সে সময় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন তিনি।
সূত্র : আলজাজিরা ও অন্যান্য
Leave a Reply