নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার পর এবার দেশের সব স্থলবন্দর সিলগালা করে দেয়া হয়েছে। এসব স্থল বন্দর দিয়ে বিদেশিদের প্রবেশও নিষিদ্ধ করেছে বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রোববার এক আদেশে এ কথা জানায়।
আদেশে বলা হয়, বাংলাদেশের ভেতরে করোনাভাইরাসের আরো ছড়িয়ে পড়া রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত’ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগঁও তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়।
Leave a Reply