1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো.ইদ্রিস মিয়া (৫৫)। তিনি উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টা ৪৫ মিনিটের সময় গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ২০-২৫টি হাতি দল বেঁধে ধানক্ষেতে নেমে আসে। ফসল রক্ষায় কান্দাপাড়া গ্রামের মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় ইদ্দিস মিয়া হাতির খুব কাছাকাছি চলে যান। এ সময় একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে এলে মৃত্যু হয়।

গাজিরভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, ইদ্রিস মিয়া হাতি দেখতে যান, কাছাকাছি গেলে একটি হাতি আক্রমণ করে। গুরুতর অবস্থায় তাকে নিজ বাড়িতে নিয়ে এলে সাথে সাথেই মৃত্যুবরণ করেন। হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত ওসি শাহিনুজ্জামান খান বলেন আমি শুনছি, এলাকায় আমার পুলিশ প্রশাসন পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com