ভারত শনিবার সফলভাবে ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ওড়িশা উপকূলে এই ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের সফল উৎক্ষেপণ করেছে দেশটির নৌবাহিনী এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
এক বিবৃতিতে ডিআরডিও জানিয়েছে, প্রতিপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিষ্ক্রিয় করতে, শনিবার সফলভাবে ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের উৎক্ষেপণ করা হয়েছে। সফল উৎক্ষেপণের পরেই নৌবাহিনী এবং ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডিআরডিও প্রধান সমীর ভি কামাত জানান, অভিননন্দন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘ভারত ক্রমশ আধুনিক যুদ্ধ প্রকৌশলে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। এদিনের সফল উৎক্ষেপণ তারই এক মাইল ফলক।’
অল্প কয়েকটি দেশেরই এন্ডো অ্যাটমোস্পিয়ারিক ইন্টারসেপ্টার ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত বেশ ভালো অবস্থান সৃষ্টি করেছে। অন্য দেশের থেকে ধেয়ে আসা শত্রু মিসাইলকে শনাক্ত করে তাকে ধ্বংস করে দেয়ার ক্ষমতা রাখে এই মিসাইল।
উল্লেখ্য, গত মার্চ মাসে দেশীয় প্রযুক্তিতে তৈরি অতি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বিমান বিধ্বংসী ওই ক্ষেণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল ওড়িশার চাঁদিপুর পরীক্ষাকেন্দ্রে। প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছিল, ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।
সূত্র : সংবাদ প্রতিদিন ও হিন্দুস্তান টাইমস
Leave a Reply