রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে পাঁচজন।
এদের মধ্যে দিদারুল ইসলাম নামে এক দমকলকর্মী বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুরের রুবেল (২৮), ফেনীর নিলয় (২২), চাঁদপুরের রিপন (৩৬) ও মুন্সিগঞ্জের শাহীন (৩৮) নামে চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার র্যাবের সব ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ থেকে র্যাবের ১৮টি টহল দল এবং সাদা পোশাকে পুলিশের ছয়টি দল বঙ্গবাজার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অগ্নিনির্বাপক কর্মীদের সাহায্য করতে যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে নৌ বাহিনীর একটি দলও যোগ দেয়।
সূত্র : ইউএনবি
Leave a Reply