বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা করোনাভাইরাসের কারণে এবার স্থগিত হলো ইউরো চ্যাম্পিয়নশিপ। এক ভিডিও কনফারেন্সের মধ্যামে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি এই সিদ্ধান্ত নেয়। এ বছরের ১২ জুন থেকে ১২ জুলাইয় পর্যন্ত ইউরোপের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর।
আগামী বছর ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত একই ভেন্যুতে ইউরো আয়োজনের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে সদস্য দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছিল উয়েফা। সেখানেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
ইউরো চ্যাম্পিয়নশিপ স্থগিতের বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করে নরওয়ে ফুটবল ফেডারেশন। তাদের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে বিবিসি। নরওয়ে ফুটবল ফেডারেশন টুইটে উল্লেখ করে, উয়েফার পক্ষ থেকে ইউরো পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ১১ জুন থেকে ১১ জুলাইয়ে হবে টুর্নামেন্ট।
করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনে বেশ ভালোভাবেই পড়েছে। বন্ধ রয়েছে বিশ্বের সব ধরনের স্বীকৃত খেলা। এরই ধারাবাহিকতায় ইউরো চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হলো।
Leave a Reply