1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রেমিট্যান্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে : পলক মার্কিন নির্বাচনের আগেই ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে! অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: প্রধানমন্ত্রী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ হবে না : ঢাবি ভিসি হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে : র‌্যাব বিক্ষোভ ঠেকাতে পাঞ্জাব-ইসলামাবাদে ১৪৪ ধারা জারি সাম্প্রতিক সংঘর্ষে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের গুম করে নির্যাতনের পর আদালতে তোলা হচ্ছে : মির্জা ফখরুল আমাকে হত্যা করতেই হামলা চালানো হয় : সালমান খান বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম আতর মুন্সি (৪৫)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, গুরুতর আহত হওয়ার পর তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। আতর মুন্সী ওই এলাকার সালাম মুন্সীর ছেলে।

নিহতের চাচাতো ভাই সবুজ মুন্সী বলেন, এলাকার একটি বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠকে স্থানীয় গ্রাম্য মাতবর আব্দুল মান্নান ও অপর গ্রাম্য মাতবর মোরাদ মোল্যার সমর্থকদের মধ্যে গত বুধবার প্রথম বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। তখন উভয়পক্ষের কয়েকজন আহত হন। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে আতর মুন্সীকে তার বাড়ির কাছে নিজ ফসলি মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ মোরাদসহ তার সমর্থকরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। নিহত আতর মুন্সী মাতবর আব্দুল মান্নানের সমর্থক ছিলেন।

এ বিষয়ে বেরইল পলিতা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা বলেন, ‘বিষয়টি আমি শুনেছিলাম যে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। কিন্তু আজ খুন হওয়ার পর নিজেই ভয়ে আছি। কারণ, সালিশ, বৈঠক যাই তারা আগে করুক, আমাকে কিছুই জানায়নি।’

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জব্বারুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে খুন হয়েছেন আতর মুন্সী। বর্তমানে পুলিশ ওই এলাকা কড়া নজরদারিতে রেখেছে। খুনের পর যেন বাড়ি ঘরে কেউ সহিংসতা না ঘটাতে পারে, সেদিকে পুলিশ খেয়াল রাখছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com