1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

ঈদ উপহার দিতে পবিত্র কাবা ঘরের আদলে স্বর্ণের বার!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাচ্ছে পবিত্র কাবা ঘরের আদলে তৈরি স্বর্ণের বার। দেশটির মুদ্রা প্রস্তুতকারী সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান রয়েল মিন্ট এ বার তৈরি করেছে। ঈদ উপহার দিতে পবিত্র রমজান মাস শুরুর আগ মুহূর্তে তা বাজারে আনা হয়। এগুলো বিক্রি করে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিলও সংগ্রহ করা হচ্ছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, পবিত্র কাবা ঘরের আদলে তৈরি স্বর্ণের বারটির ওজন ২০ গ্রাম। এর দাম ১ হাজার ১১৯.১০ পাউন্ড। অবশ্য ওয়েবসাইটে একটি বারের মূল্য ১ হাজার ১৬১ পাউন্ড দেখানো হয়েছে। দ্য মুসলিম কাউন্সিল অব ওয়েলস-এর পরামর্শে তা নকশা করেছেন ‘এমা নোবল’।

গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশে লন্ডন, ম্যানচেস্টার ও গ্লাসগোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ মুসলিম দাতব্য প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ। রয়েল মিন্ট তাতে অংশ নিয়ে তিনটি স্বর্ণের বার নিলামে তুলে এর অর্থ দান করেছে যার পরিমাণ ছিল প্রায় ৯ হাজার পাউন্ড।

রয়েল মিন্ট-এর পরিচালক অ্যান্ড্রু ডিকি বলেছেন, ‘১১ শ’ বছরের দক্ষতার ওপর নির্ভর করে আমাদের দক্ষ কারিগররা মুসলিমদের প্রধান সম্মানিত স্থান পবিত্র কাবা ঘরের প্রতিকৃতি অঙ্কনের চেষ্টা করেছে। ইসলামী থিমযুক্ত স্বর্ণের বারটি প্যাকেটে সুরক্ষিত থাকবে। ঈদ বা যেকোনো উৎসবে বিশেষ উপহার হিসেবে তা দেয়া যাবে।’

তিনি আরো বলেছেন, ‘রমজান মাস দান করার মাস। তাই আমরা খুবই আনন্দিত যে কাবার প্রতিকৃতিতে তৈরি তিনটি স্বর্ণের বার দানের মাধ্যমে যুক্তরাজ্যের মুসলিম দাতব্য প্রতিষ্ঠানকে ৯ হাজার পাউন্ডের বেশি অর্থ সংগ্রহে সহযোগিতা করেছি।’

এক্ষেত্রে রয়েল মিন্টের সাথে কাজ করেছেন দ্য মুসলিম কাউন্সিল অব ওয়েলস-এর আবদুল আজিম আহমেদ।

তিনি বলেছেন, ‘পবিত্র কাবাঘরের প্রতিকৃতিতে তৈরি বিশেষ স্বর্ণের বার ডিজাইনে সহযোগিতার সুযোগ হয়েছে। স্বর্ণের অলঙ্করণসহ কালো কাপড়ে আবৃত ঘরটি অস্পষ্ট আকৃতিতে রয়েছে। রয়্যাল মিন্ট ব্রিটেনের প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর একটি। পবিত্র কাবাঘরের প্রতিকৃতি তৈরি ঐতিহাসিক স্বর্ণের বারটি ব্রিটেনের ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য স্বীকৃতি। শিগগিরই এ নকশা সারাবিশ্বের মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

ইসলামিক রিলিফ-এর পরিচালক তোফায়েল হুসাইন বলেছেন, ‘যুক্তরাজ্যের ঐতিহাসিক প্রতিষ্ঠান রয়েল মিন্ট-এর বিশেষ সহযোগিতা লাভ করেছি। দেশজুড়ে আমরা কয়েকটি ইভেন্টের আয়োজন করেছি। পবিত্র কাবা ঘরের প্রতিকৃতিতে তৈরি স্বর্ণের বার তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করেছে।’

পবিত্র কাবা ঘর একটি ঘনক আকৃতির কাঠামো। মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামের মধ্যভাগে তা অবস্থিত। এটিকে কেন্দ্র করে প্রতিদিন সারা বিশ্বের মুসলিমরা নামাজ পড়েন। ইসলাম ধর্মে তা সবচেয়ে সম্মানিত স্থান।

সূত্র : দ্য ন্যাশনাল ও ইসলামী জীবন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com