ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন ৩০ জন। তবে এ ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইতালির কোস্ট গার্ড।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়।
এক বিবৃতিতে কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে। এতে সহযোগিতা করছে বাণিজ্যিক দুটি জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রন্টেক্স।
এর আগে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়।
অ্যালার্ম ফোন নামের অপর দাতব্য সংস্থা বলেছে, শনিবার কর্তৃপক্ষকে নৌকাটির বিষয়ে অবহিত করা হয়। এতে ৪৭ জন আরোহী ছিলেন। তাদের দ্রুত উদ্ধার করা প্রয়োজন।
কোস্ট গার্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে একটি বাণিজ্যিক জাহাজের প্রাথমিক উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। পরে লিবিয়া কর্তৃপক্ষ এই বিষয়ে ইতালির সহযোগিতা চায়। এরপর সাগরের ওই অঞ্চলে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
Leave a Reply