ইসরাইলের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকারের পরিকল্পনার বিরুদ্ধে টানা ১০ম সপ্তাহের মতো ইসরাইলজুড়ে লাখ লাখ লোক বিক্ষোভ করেছে।
আয়োজকরা বলেছে, এসব বিক্ষোভের কয়েকটি ’ইসরাইলি ইতিহাসের বৃহত্তম।’ তাদের মতে, শনিবারের বিক্ষোভে পাঁচ লাখ লোক অংশ নিয়েছে।
ইসরাইলি মিডিয়া উপস্থিতিতে আড়াই থেকে তিন লাখ বলে জানিয়েছে।
নেতানিয়াহু সরকার আগামী সপ্তাহেই বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার বিল পার্লামেন্ট উত্থাপন করার প্রস্তুতি নেয়ার প্রেক্ষাপটে বিক্ষোভও জোরদার হয়েছে।
এক বিক্ষোভকারী এএফপিকে বলেন, নতুন সরকার ইসরাইলি গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি করছে বলেই বিক্ষোভে অংশ নিচ্ছি।
তিনি বলেন, এটি বিচার বিভাগের সংস্কার নয়। বরং এটা হলো পূর্ণ স্বৈরশাসন প্রতিষ্ঠার চেস্টা।
তেল আবিবে প্রায় দু’লাখ ইসরাইলি বিক্ষোভে অংশ নেয়। উত্তরাঞ্চলীয় নগরী হাইফায় ৫০ হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করে। আর বিরসেবায় অংশ নেয় ১০ হাজার লোক।
নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কারের চেষ্টা দেশটিতে নজিরবিহীন অভ্যন্তরীণ সঙ্কটের সৃষ্টি করেছে।
প্রস্তাবিত আইন পাস হলে সরকারের গঠিত কমিটি বিচারক নিয়োগ করতে পারবে, সুপ্রিম কোর্টের আপত্তি অগ্রাহ্য করে তথাকথিত বেসিক ল’সের (এটিই মূলত ইসরাইলের সংবিধান) সংশোধন করতে পারবে।
সমালোচকেরা বলছে, এর ফলে দেশের ভারসাম্য নষ্ট হবে, প্রধানমন্ত্রী ও তার মিত্রদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।
সূত্র : আল জাজিরা
Leave a Reply