বান্দরবানের খেয়াং সম্প্রদায়ের মৎস্য খামার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের দলবুনিয়া পাড়ায় তিনি পরিদর্শনে যান।
বিশেষ অনুষ্ঠানে আয়োজন করেন ওয়ার্ডফিশের ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ খান, অফিস ডিরেক্টর ইকোনমিক গ্রোথ, ইউএসএআইডি; জোসেফ জেসার্ড, জ্যাকব মভন, কৃষি কর্মকর্তা ও ইউএসএআইডির অন্য কর্মকর্তারা। খেয়াং সম্প্রদায়ের শিশুরা মার্কিন রাষ্ট্রদূত এবং ইউএসএআইডি টিমকে ফুল দিয়ে স্বাগত জানায়।
এরপর অ্যাকুয়াকালচার অ্যাক্টিভিটির চিফ অফ পার্টি ড. মঞ্জুরুল করিম ভিজিটরদেরকে মৎস্য চাষিদের সাথে
পরিচয় করিয়ে দেন। গ্রাউস-এর নির্বাহী পরিচালক (একোয়াকালচার অ্যাক্টিভিটির বাস্তবায়নকারী অংশীদার) বান্দরবানে গ্রাউসের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন।
মার্কিন রাষ্ট্রদূত ও ইউএসএআইডির অন্য কর্মকর্তারা চাষীদের জন্য উন্নত পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ পর্যবেক্ষণ, কার্পজাতীয় মাছের নার্সারি ও একজন চাষীর পুকুরে মাছ আহরণ পর্যবেক্ষণ করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
প্রকল্পের কার্যক্রমের কারণে তাদের উৎপাদন ও আয় বৃদ্ধি ব্যাপারে জেনে সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণ শেষে তারা খেয়াং শিশুদের পরিবেশিত একটি নৃত্য উপভোগ করেন।
পরিদর্শনকালে অ্যাকুয়াকালচার অ্যাক্টিভিটির কর্মকর্তা মো: এমদাদ হোসেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এস এম নুরুন নবী, জোন অব রেজিলিয়েন্স কো-অর্ডিনেটর এবং এস এম জাফরুল্লাহ শামসুল, অ্যাকুয়াকালচার স্পেশালিষ্ট ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply